নওগাঁয় শ্রমিকের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দুলাল হোসেন (৪৫) নামে এক শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার মাতাজি সড়কের বালুকাপাড়া এলাকার আজমেরী চালকলের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দুলাল হোসেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের তাছের উদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, পথচারীরা রাস্তার পাশে একটি মুখ বাঁধা অবস্থায় বস্তা পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে বস্তার মুখ খুলে এক ব্যক্তি মরদেহ দেখতে পায় এবং স্থানীয়রা তাকে দুলাল হোসেন বলে সনাক্ত করে।

তবে তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।