আড়াইহাজারে রয়েল রেষ্টুরেন্টে গ্যাস বিষ্ফোরণ, দগ্ধ ৫

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুবাই প্লাজার ৫ম তলায় অবস্থিত রয়েল রেষ্টুরেন্টে গ্যাস বিষ্ফোরণ ঘটে ৫ কর্মচারী দগ্ধ হয়েছে। মূমুর্ষূ অবস্থায় ৩ জনকে তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মোঃ শরিফ জানান, বিকেল সোয়া ৩টায় রাসেল (১৮) ফরিদ (৪৪) এবং সামসুলহক (২১) নামে ৩ দগ্ধকে মূমুর্ষূ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাহান জানান, কর্মচারীরা অসাবধানতা বশত তিতাস গ্যাসের সুইচ খোলা রেখেই জুমার নামাজে চলে যায়। এর মধ্যে সাড়া ক্েক্ষ গ্যাস ছড়িয়ে থাকে। তারা নামাজ শেষে এসে চুলায় আগুন দেয়া মাত্রই সাড়া কক্ষে আগুন ধরে যায় এবং সেই সঙ্গে কক্ষে রক্ষিত অরো একটি এলপি গ্যাসের বোতল বিষ্ফোরিত হয়। এ সময় কক্ষটির দরজা জানালা ও আসবাব পুড়ে ক্ষতিগ্রস্থ হয় এবং ৫ কর্মচারী মারাত্মক ভাবে দগ্ধ হলে তাদেরকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। কিন্তু অবস্থা আশংকাজনক বিধায় ৩জনকে ঢাকায় রেফার করা হয়। বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।