মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

অনলাইন ডেস্ক ; দিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট্র নুর এ আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম (৩৫) নবাবগঞ্জ উপজেলার বুজরক হরিণা গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিষ্টেট্র নুর এ আলম বলেন, ‘মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোহাচড়া এলাকায় পুলিশসহ অভিযান পরিচালনা করে হামিদুল ইসলামকে মাদক সেবনের সময় হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করা হয়।

এই উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।