বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ যুবক আটক

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দিঘীরপাড় মাঠ পাড়া এলাকা থেকে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আলাউদ্দিন হোসেন ওরফে আশিক(২২)কে আটক করেছে র‌্যাব।আটক মাদক বহনকারী আশিক কাগজ পুুকুর গ্রামের রজ্জব আলী’র ছেলে।
সোমবার(৪জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যশোর র‌্যাবের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকার একটি মাঠের মধ্যে থেকে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬,সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, বেনাপোল দিঘীরপাড় গ্রামের একটি মাঠের মধ্যে থেকে ভারতীয় ফেনসিডিল সহ আশিক নামে এক মাদক বহনকারীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,ধৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।