৪১ বছরে তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া খান

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

বিনোদন ডেস্কঃ ৪১ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানের সুপরিচিত টিভি উপস্থাপক ও অভিনেত্রী নাদিয়া খান (৪১)। নিজের ইনস্টাগ্রামে এ খবর জানিয়ে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

তিন সন্তানের মা নাদিয়া খান এর আগে দু’বার বিয়ে করেছিলেন। তবে সর্বশেষ কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তা জানাননি। কয়েক ঘন্টার মধ্যে আরো ছবি পোস্ট করবেন বলে তিনি পোস্টে লিখেছেন।

নাদিয়া লিখেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভক্ত ও অনুসারীদের জন্য আমার বিয়ের আরো ছবি পোস্ট করবো। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুরুষের সঙ্গে নাদিয়ার একটি ছবি ঘুরছে। এতে ধারণা করা হচ্ছে ছবির ওই পুরুষকেই তিনি বিয়ে করেছেন।