র‌্যাবের পৃথক অভিযানে ২১ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দুটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে সরঞ্জামসহ ২১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিনগত রাতে ঢাকার কেরাণীগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের আটক করা হয়।

শনিবার র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ আমিরাবাগ বাগাম গাছতলা এলাকায় অভিযান চালিয়ে জুয়া আসর থেকে ১০ জনকেআটক করা হয়।

আটকৃতরা হলেন- মো. মারুফ (৪০), মো. রকিবুল হাসান শাওন (৩৭), মো. নোমান আরাফাত রবিন (৩৬), মো. ফয়সাল হোসেন (৩৫), মো. দ্বীন ইসলাম (৩৫), মো. আ. ওহাব (৫২), মো. রজব আলী (৩৫), মো. সুমন মিয়া (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) ও মো. মামুন হোসেন (৩৭)।

এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল, খোলা অবস্থায় ২৬৬ জুয়া খেলার কার্ড, নতুন তিন প্যাকেট জুয়ার কার্ড ও ৩৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজীরবাগ এলাকায় অপর একটি অভিযানে জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়।

তারা হলো- মো. আলী আহম্মদ (৩৮), মো. সুজন (৪৮), মো. সালাউদ্দিন (৪৫), মো. জাহাঙ্গীর আলম (৪৩), মো. মনির হোসেন (৩৭), মো. সেলিম (৪৮), মো. আব্দুর রহিম (৩৮), মো. লাল মিয়া (৫০), মো. আব্দুল মালেক (৫০), মো. চুনু মিয়া (৪৮), মো. বাবুল মৃধা (৪৬)।

এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল, খোলা অবস্থায় ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও ২০ হাজার ৮২০টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।