সুখাইড় উত্তর ইউপিতে মুনের গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন। শুক্রবার বিকেলে সুখাইড় বাজার থেকে গণসংযোগ ও মোটরসাইকের শোভাযাত্রা বের করা হয়।

গণসংযোগ ও শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেলে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এ সময় জাড়ারকোনা, নোয়াগাঁও উত্তর, সুখাইড়, নোয়াগাঁও দক্ষিণ, আনোয়ারপুর, বাগবাড়ি, প্রতাপপুর, সরিষাকান্দা, ইসলামপুর, দিগজান, বাবুপুর, নূরপুর, বেরিকান্দা, গোলকপুর, শরিয়তপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। এ ছাড়াও সুখাইড়, গোলকপুর, ইসলামপুর, বৌলাইগঞ্জ বাজারে পথ সভায় বক্তব্য দেন মুহিত লাল তালুকদার মুন। গণসংযোগ ও শোভাযাত্রায় মুহিত লাল তালুকদারের সাথে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন, ইউপি সদস্য মো. ইমান আলী, সাবেক ইউপি সদস্য দেবরাজ তালুকদার, লিটন মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা লিটন আহম্মেদ শান্ত, সিতেশ দাস, বাবুল মিয়া, এরশাদ মিয়া, সারোয়ার জেবিন, উজ্জ্বল মিয়া, পল্টু মিয়া, শ্যামল দাস, সানোয়ার হোসেন, উত্তম, আকাশ প্রমুখ।

মুহিত লাল তালুকদার মুন বলেন, ‘আমি ও আমার পরিবার জন্মসূত্রে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার বাবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। আমি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এখনও যুবলীগসহ আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন তাহলে আমি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিতে পারবো এবং সুখাইড় উত্তর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।