ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কেক কাটা হয়েছে।
শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ারুল হাসান খান সেলিম, আব্দুল আলী ফকির, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন তুষার, ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সুজন প্রমুখ।