ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একাদিক প্রার্থী- বি এন পি একক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

আতিয়ার রহমান,খুলনাঃ খুলনায় একদিকে দেশব্যাাপি করোনা ভায়রাস অন্যদিকে সামনে ইউনিয়ান নির্বাচনকে সামনে রেখে, নিকটতম এলাকা ডুমুরিয়া উপজেলা আর এই প্রতিটি ইউনিয়নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে লম্বা সারি, রয়েছেন নারী প্রার্থীও। আর ৫টি ইউনিয়নে আছে বিএনপির একক প্রার্থী। অনুসন্ধানে জানা গেছে, আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নেই চলেছে প্রচার-প্রচারণা। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নেমেছেন প্রচারণার মাঠে। দলীয় মনোনয়ন প্রত্যাশায় প্রত্যেক প্রার্থী এখন মরিয়া হয়ে উটেছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে লম্বা সারি।ডুমুরিয়া উপজেলার

১নং ধামালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান রেজোয়ান হোসেন মোল্ল্যা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গাজী আব্দুস সালাম, মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের খান তৌহিদুল ইসলাম রাতুল ও মেহেদী মাসুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা ও ইউপি সদস্য গোলাম আজম।
আর বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক জহুরুল হক, ১ম যুগ্ম আহবায়ক এস এম হুমায়ুন কবির স্বপন, এফ এম গোলাম সরোয়ার ও জাকির হোসেন গাজী। এছাড়া এই ইউনিয়নে জামাতের প্রার্থী সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ ও মুস্তাক আহমেদ।

২নং রঘুনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হক, মনোজিৎ বালা ও সরদার আবু হাসান।
আর বিএনপির প্রার্থীরা হলেন মাস্টার আইয়ুব আহমেদ, আব্দুর রব আকুঞ্জি।

৩নং রুদাঘরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, আওয়ামী লীগ নেতা গাজী তৌহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা এ্যাডঃ আশরাফুল আলম রাজু ও সাবেক ছাত্রলীগের প্রভাষক ইমরান হোসেন।
এই ইউনিয়নে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম হালদার।

৪নং খর্ণিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী নেতা শেখ হেফজুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বিপ্লাব, ও নারী প্রার্থী আফরোজা খানম মিতা, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা খান চঞ্জল আহম্মদ । এই ইউনিয়নে বিএনপির প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন, উপজেলা সেচ্চাসেবক-দল নেতা এফ এম রফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোল্ল্যা আবুল কাশেম।

৫নং আটলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান।এখানে বিএনপির প্রার্থীরা হলেন হেলাল হোসেন ও সরদার দৌলত হোসেন।
৬নং মাগুরাঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ আবুল হোসেন, আব্দুল হামিদ চৌধুরী ও কামরুল ইসলাম। এখানে বিএনপির প্রার্থীরা হলেন শাহাদাৎ হোসেন, শহিদুজ্জামান শহিদ ও নজরল ইসলাম।

৭নং শোভনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন সাংবাদিক মো: আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ও সজীব ওয়াজেদ জয় পরিষদের খুলনা মহানগর সহ সভাপতি) সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গণি, ও (গত ইউনিয়ান নির্বাচনে নৌকার বিদ্রেহী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য এ্যাডঃ নিউটন মন্ডল। এখানে বিএনপির প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চু ও জিএম মিজানুর রহমান লিটন।

৮নং শরাফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, ওবাইদুর রহমান, সাবেক যুবলীগনেতা শেখ জিয়াউল হক মিঠু,ছাত্রলীগের আলমগীর হোসেন ও মিজানুর রহমান বিশ্বাস। এখানে বিএনপির একজন প্রার্থী হেমায়েত রশিদ খান।

৯নং সাহস ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস, অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, নজরুল ইসলাম সরদার, শাহাজালাল মোড়ল ও শেখ ইকবাল হোসেন রিপন। এখানে বিএনপির প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মাহাবুর রহমান ও মশিউর রহমান লিটন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন।

১০নং ভান্ডারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র দে ও শফিকুল ইসলাম লিটু। এখানে বিএনপির প্রার্থীরা হলেন মরহুম মুনসুরপুত্র খান জিয়াউর রহমান জীবন, মোল্ল্যা কবির হোসেন ও শেখ শাহিনুর রহমান।

১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম।এখানে বিএনপির একজন প্রার্থী হিসেবে আছেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ।

১২নং রংপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান রামপ্রসাদ জোয়াদ্দার ও আশিষ কুমার কবিরাজ। এখানে বিএনপির একজন প্রার্থী হলেন সন্দ্বীপ চট্টপধ্যায়।

১৩নং গুটুদিয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আবুল হাসান গাজী, সাবেক চেয়ারম্যান ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজা। এখানে বিএনপির কোন প্রার্থীর নাম শোনা যায়নি।

১৪নং মাগুরখালিতে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, যুবলীগ নেতা ব্রজেন সরকার ও সুজিত কুমার মন্ডল। এখানে বিএনপির একজন প্রার্থী হলেন অরুণ কুমার গোলদার।