পঞ্চগড়-বাংলাবান্ধা রেললাইন সম্প্রসারণ বিষয়ে রেলপথ মন্ত্রীর মতবিনিময়

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড় হতে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে অংশীজনদের সাথে রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন এমপি এক মতবিনিময় সভায় করেছেন।

৩০ ডিসেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল হক প্রধান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।