গৌরীপুরে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী’র মনোনয়ন পত্র জমা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

কমল সরকার গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম হবি।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর নির্বাচন কার্যালয়ে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুর রহিম এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি রৌশন আরা নজরুল, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব প্রমুখ।

এর পূর্বে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন শফিকুল ইসলাম হবি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, শ্রমিক নেতা আহসান উল্লাহ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনিসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমল সরকার