পুঠিয়ায় বিএনপির প্রার্থী আল মামুন বিজয়ী

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী আল মামুন খান ৫৯২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি ৫১৬০ টি ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী আল মামুন খান ৭৬০ টি ভোট বেশী পেয়ে জয় লাভ করেছেন। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী গোলাম আজম নয়ন পেয়েছেন ১১৭৪ টি ভোট।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, পুঠিয়া পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।