নোয়াখালীতে নারীর প্রতিসহিংসতা রোধে সমাবেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ অনলাইন ডেস্ক : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাইজদীর বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। সমাবেশে পৌরসভার ৫টি ওয়ার্ডের সহস্রাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি শহিদ উল্যাহ খান সোহেল ছাড়াও বক্তব্য রাখেন,প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল,নোয়াখালী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার এসএম লিয়াকত,নারী নেত্রী উম্মে জান্নাত,রোকেয়া বেগমসহ অনেকে। প্রধান অতিথি শহিদ উল্যাহ খান বলেন,সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদেরকে আত্মমর্যাদা সম্পন্ন এবং সাবলম্বী করে তুলছে। যখনই নারীরা আর্থসামাজিকভাবে উন্নত হবে তারা প্রতিবাদ করতে শিখবে, প্রতিরোধ গড়ে তুলবে।আর তখনই সমাজ থেকে নারী সহিংসতা দূর হবে। বর্তমান সরকারকে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, নারীর প্রতি সহিংসতা রুখতে সরকার কঠোরবলেও জানান তিনি।সমাবেশ শেষে একটি র্যালি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: নারীর প্রতিসহিংসতা রোধেনোয়াখালীতেসমাবেশ