ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোকর্ণ লঞ্চঘাটে তিতাস নদীর ওপর নির্মিত ৫৭৫ মিটার দীর্ঘ সেতু গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে।

সেতুটি নির্মাণের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সেতুটি উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাংসদ এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।