লালমোহন থানার ওসি মুরাদ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

২০২০ সনের নভেম্বর মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেুলর রহমান, মো. মহসিন আল ফারুকসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।