‘করোনা ভ্যাকসিন আগে পাবেন সম্মুখ সারির যোদ্ধারা’

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, ‘আগামী বছরের জানুয়ারিতে করোনা ভ্যাকসিন দেশে আসতে পারে। করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা এই ভ্যাকসিন আগে পাবেন।’
শনিবার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের সাথেই সংবাদকর্মীরা এই ভ্যাকসিন পাবেন। দ্বিতীয় ধাপে পাবেন জনপ্রতিনিধিরা।

তিনি এসময় আরো বলেন, প্রথমেই চিকিৎসক, সেবিকা, পুলিশ ও সংবাদকর্মীরা এই ভ্যাকসিনের আওতায় আসবেন স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী করোনার সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করা তালিকায় সংবাদকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অপু ওহাবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,৭ম দ্বি-বার্ষিক নির্বাচনের কমিশনার ও চ্যানেল আইয়ের রিপোর্টার জাকির হাসান, অপর নির্বাচন কমিশনার ও আজকালের খবরের রিপোর্টার মনিরুজ্জামান এবং প্রেসক্লাবের তিন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী এবং অন্যান্য প্রার্থীসহ সকল সদস্যগণ।