পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জাফর

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইনকিলাব পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি চৌধুরী মোঃ ফারুক সভাপতি, দৈনিক সংবাদ পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি মোঃ জাফর ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায়
দৈনিক মানব জমিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি মো: জাকির হোসেন খান (সহ-সভাপতি) ও দৈনিক প্রথম আলো পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল (যুগ্ম সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পাথরঘাটা প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এনির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পাথরঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক, সহকারি নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন পাথরঘাটা কে এম সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আবদুর রহিম ও পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুল হাসান।