প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান, সম্পাদক মোরাদ

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি (গঠন) ঘোষনা করা হয়েছে। কাশিয়ানী প্রেসক্লাবের আজীবন সদস্য প্রধান নির্বাচন কমিশনার মো. জাকির হোসেন,সহকারি কমিশনার সরদার গোলাম মোস্তাফা অপর সহকারি কমিশনার সাজ্জাদ হোসেন সিজু ২৬ ডিসেম্বর শনিবার আনুষ্ঠানিক ভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক বিনা প্রতি›দ্বীতায় আলহাজ মুনশী ওয়াহিদুজ্জামান সভাপতি এবং মো. নিজামুল আলম মোরাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যানোরা হলেন-সহ-সভাপতি কাজী ওমর হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সুজন,কোষাধ্যক্ষ মো. তাইজুল ইসলাম টিটন, দপ্তর সম্পাদক চৌধুরী আবু তালেব। কার্যকারি সদস্য নির্বাচিত হয়েছেন, মো. মিকাইল মিয়া, মো. বিপ্লব হোসেন, মো. লিয়াকত হোসেন লিংকন ও মো. ফায়েকুজ্জামান।

কমিটির নাম ঘোষণা শেষে নব-নির্বাচিত কমিটির কাছে নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন। ২০২১ সালের জানুয়ারী মাসের এক তারিখ থেকে ত্রি-বাষিক নতুন কমিটির মেয়াদ শুরু হবে।