ঝালকাঠি মিডিয়া ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি ; ঝালকাঠিতে মুক্তমনের সাংবাদিকতার অন্যতম সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ জোহর আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার ৯ জানুয়ারী বিকেলে ঝালকাঠি মিডিয়া ফোরাম এর পক্ষ থেকে সদস্যদের উপস্থিতিতে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর হাতে ফুলের তোড়া তুলে দেয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছে মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের সদস্যরা। এ সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলী মুক্তমনের সাংবাদিকদের অভিনন্দন জানান।

উল্লেখ্য, মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঝালকাঠি মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এ সময় ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন,সহ সভাপতি মোঃ মিজানুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৌশিক বড়াল, সদস্য মোঃ ইমাম হোসেন , সদস্য মোঃ সৈয়দ রুবেল উপস্থিত ছিলেন।