ধান বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় ধান বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের সহকারী। রোববার রাতে উপজেলার বীরগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেন (২৬) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার চারতলা গ্রামের সাদেক মিয়ার ছেলে।
আহত ট্রাকের সহকারী সম্রাট মিয়া (২০) একই থানার চারতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

জানা যায়, রোববার রাতে ধান বোঝাই একটি ট্রাক নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার থেকে পার্শ্ববর্তী উপজেলার গৌরীপুর যাওয়ার পথে তেলিগাতী রামপুর সড়কে কেন্দুয়া উপজেলার বীরগঞ্জ বাজারের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা য়ায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, কেন্দুয়া থানা পুলিশ, কেন্দুয়া, মদন ও নেত্রকোণার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একসঙ্গে ঘন্টা খানেক উদ্ধার অভিযান পরিচালনা করে ট্রাকের ভেতরে আটকে পড়া মৃত চালক বেলায়েত হোসেন ও আহত আল আমীনকে উদ্ধার করেছেন। পরে আহত আল আমীনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।