ধর্মপাশা বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন সড়কের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০ চয়ন কান্তি দাস ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের নামে মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সলপ নতুন মসজিদ পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন সড়ক। সোমবার সকাল সাড়ে ১১টায় এই সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।দেশের বিভিন্ন স্থানের রাস্তাঘাট স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের জন্য সিদ্ধান্ত গৃহিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে। পরবর্তীতে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও ইউএনওদেরকে নির্দেশনা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের নামে ‘মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সলপ নতুন মসজিদ পর্যন্ত’ এক কিলোমিটার দৈর্ঘের একটি নামকরণ করা হয়েছে। ২০২০- ২০২১ অর্থ বছরের ইজিপিপি ও ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-০৩ প্রকল্পের আওতায় সিসি ব্লক দ্বারা এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হবে। সংস্কার শেষ হলে এ সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের নামটিও স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা। সড়ক সংস্কার কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ইউএনও মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ SHARES Matched Content দেশের খবর বিষয়: ধর্মপাশা বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনসড়কের উদ্বোধন