মির্জাগঞ্জে বিজয় দিবসে পৃথকভাবে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

প্রতিনিধি(মির্জাগঞ্জ)পটুয়াখালী :পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

বুধবার (১৬ ই ডিসেম্বর ) সকাল ০৬.৩০ মিনিটে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃজহিরুল ইসলামের জুয়েলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগের একাংশ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃইমরান হাওলাদার,সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল আলম রুবান,সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।

পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধার নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আরেক অংশ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মৃধা, দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিম সজল, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাইম মৃধা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।