জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হওয়ার নয়: এমপি শিবলী সাদিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শিবলী সাদিক এমপি বলেছেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কোনো ভাবেই শোধ হওয়ার নয়। বঙ্গবন্ধুর ডাকে তারা যুদ্ধে গেছেন। তাদের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। বুধবার (১৬ ডিসেম্বর) বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুন নাহারের সভাপতিত্বে, উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিজয় দিবসের অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের উদ্দেশে সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘আপনারা যারা এখনও লিখতে পারেন, চিন্তা করতে পারেন, স্মরণশক্তি তীক্ষ্ণ রয়েছে—তারা মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লিখে রাখুন। যারা লিখতে পারবেন না, তারা ছাত্রছাত্রীদের সহায়তায় সেগুলো লিপিবদ্ধ করার ব্যবস্থা করুন; যেন আমাদের আগামী প্রজন্ম আপনাদের বীরত্বের গৌরবগাথা সম্পর্কে জানতে পারে। তিনি বলেন, ‘একদিন আমরা থাকবো না, নতুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, ডিসি-এসপি হবেন। কিন্তু নতুন করে কেউ আর মুক্তিযোদ্ধা হতে পারবেন না। আপনাদের বীরত্বের কাহিনি কিন্তু থাকবে, সেখান থেকে নতুন প্রজন্ম বাংলাদেশের অভ্যুদয়ের কাহিনি জানতে পারবে।’ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার বিষয়ে তিনি বলেন, ‘জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাই মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করেছেন। তাদের বাড়ি নির্মাণে সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন।’ আওয়ামী লীগের এই সংসদ সদস্য আরো বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। আপনাদের দোয়া আর সহায়তায় তিনি বাংলাদেশকে আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে নিয়ে গেছেন। বাংলাদেশ আজ ভারত-পাকিস্তানের চেয়ে বেশকিছু সামাজিক নিরাপত্তা সূচকে এগিয়ে গেছে।’ এছাড়াও তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ট ব্যাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ষড়যন্ত্র কিম্বা ছবি ও পোস্টার আমাদের দেহে একবিন্দু রক্ত থাকা অবস্থায় অবমাননা হতে দিব না এবং দিনাজপুর-৬ আসনের মাটিতে বঙ্গবন্ধুর ছবি কিম্বা পোস্টার অবমাননা করার ষড়যন্ত্রের চেষ্টা করা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানান উপস্থিত সকলের প্রতি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান প্রমুখ বক্তব্য রাখেন। শহীদ মিনারে একে একে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা, আওয়ামীলীগ মুক্তিযোদ্ধালীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সরকারি, বে-সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, প্রেস ক্লাব, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা করা হয় এবং হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। Share this:FacebookX Related posts: বিরামপুর ও নবাবগঞ্জে অনুদানের চেক বিতরণ করলেন এমপি শিবলী সাদিক ঘুমন্ত শিশুর গায়ে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দিলেন এমপি শিবলী সাদিক বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব নিলেন সাংসদ শিবলী সাদিক গৌরীপুরে পূর্ব ভালুকা স্কুলের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এমপি আর নেই গৌরীপুরে ৫ স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি গৌরীপুর হাসপাতালের ডাক্তারদের পিপিই ও গ্লাবস্ দিলেন এমপি এমপি ইসরাফিল আলমের সুস্থতা কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান থেকে এমপি আনোয়ার হোসেন হেলাল গৌরীপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি শার্শার ১১টি ইউনিয়ন চেয়ারম্যান গনের হাতে করোনা প্রতিরোধী সামগ্রী তুলেদেন এমপি শেখ আফিল উদ্দিন ত্রিশালের এমপি করোনায় আক্রান্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: এমপিজাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হওয়ার নয়:শিবলীসাদিক