মির্জাগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জায়ানুয়রি) বিকাল ৫টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করে এক মিনিট নীরবতা পালন করে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধার নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ নিজাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফারক খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধা প্রমুখ।