মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ অনলাইন ডেস্ক ; মাদারীপুরের কালকিনিতে সোমবার দুপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে মাইকে ঘোষণা দেওয়ার জের ধরে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আ’লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় সার্কিট হাউজ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বিএম জুবায়ে হোসেনের সঞ্চালনায় এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নিয়ম ভঙ্গ করে সিনিয়র ছাত্রলীগ নেতাদের নাম আগে মাইকে ঘোষণা না দিয়ে জুনিয়র ছাত্রলীগ নেতাদের নাম ঘোষণা দেওয়া হয়। এর জের ধরে ছাত্রলীগের একাংশ ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে চেয়ার ছোড়াছুড়ি করে এবং ভাঙচুরের ঘটনা ঘটায়। মুহ‚র্তের মধ্যে পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান খান বাকামিনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে হঠাৎ করে পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল না বুঝে মাথা গরম করেছে। পরে বিষয়টি আমরা ফয়সালা করে দিয়েছি। আর নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা জানান, অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রের নাম আগে পরে ঘোষণা নিয়ে নিজেদের মধ্যে সামান্য একটি ঘটনা ঘটছে। Share this:FacebookX Related posts: মাদারীপুরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধার মৃত্যু, বাড়ি লকডাউন মাদারীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার মাদারীপুরে পাঁটক্ষেত থেকে গৃহবধূর পা-বাঁধা লাশ উদ্ধার মাদারীপুরে করোনা টেস্টে লাগবে জাতীয় পরিচয়পত্র মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ মাদারীপুরে নতুন আরো ২৭ জনসহ শনাক্ত ৯৭৮ মাদারীপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ব্যবসায়ীদের জরিমানা মাদারীপুরে জ্বীনের বাদশার ২ সহযোগি গ্রেফতার মাদারীপুরে রোহিঙ্গা আটক পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মাদারীপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অনুষ্ঠানেচেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুরছাত্রলীগেরপ্রতিষ্ঠাবার্ষিকীরমাদারীপুরে