প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ মো:আতিয়ার রহমান খুলনাঃ কোভিড-১৯ দ্বিতীয় ধাক্কা মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও নিয়মিত ১০১৩তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ রবিবার গতকাল দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গভর্নর আল্লামা মুফতি রুহুল আমিন। ইসলামিক ফাউন্ডেশেনর খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী এবং জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা রফিকুল ইসলাম। স্বাগত জানান ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক- কাম-মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মুহম্মদ মুজতবা। অতিথিরা বলেন, প্রশিক্ষণ মানুষকে উন্নত করে। সকল ক্ষেত্রে প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এই প্রশিক্ষণ নিয়ে নিজের ও সমাজের কল্যাণে লাগাতে হবে। তাঁরা আরও বলেন, একটি মহৎ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে জাতি উপকৃত হচ্ছে। ইসলামে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহারে কঠোর নিদের্শনা দিয়েছেন। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। প্রতি ওয়াক্ত নামাজের আগে এবং শুক্রবার খুদবার সময়ে মাস্ক ব্যবহার সম্পর্কে মুসল্লীদের অবগত করানোর জন্য ইমামদের প্রতি অতিথিরা আহবান জানান। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে বিভিন্ন মসজিদের এক লাখের অধিক ইমাম প্রশিক্ষণ নিয়েছেন। প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট ৫০ ইমাম অংশগ্রহণ করেন।### মো:আতিয়ার রহমান Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাবনা সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত গণপ্রতিনিধিত্ব আদেশ ও নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত খুলনা সজীব ওয়াজেদ জয় পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বেনাপোলে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হালুযাঘাটে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কুয়েটে রোল, রেসপন্সিবিলিটি এন্ড ইথিক্যাল প্রিন্সিপালস অফ ইউনিভার্সিটি টিচার্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: অনুষ্ঠিতআলোচনাপ্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ ওসভা