নওগাঁয় কৃষক মনিরকে পাওয়ার টিলা দিলো টিম পজেটিভ বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: গরুর বদলে প্রতিবন্ধী ছেলের কাঁধে লাঙল দিয়ে জমি চাষ করা সেই কৃষক পেলেন পাওয়ার টিলার। ‘টিম পজেটিভ বাংলাদেশ’ এর পক্ষ থেকে বিনামূল্যে একটি পাওয়ার টিলার দেয়া হয়েছে। ওই অসহায় কৃষক হলেন মনির উদ্দিন। তিনি নওগাঁর মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের পার-নূরুল্যাবাদ গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যার দিকে নূরল্যাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে এসিআই কোম্পানীর পাওয়ার টিলারটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বয়জৈষ্ঠ্য দরিদ্র কৃষক মনির উদ্দিনের সংসারে কোন অভাব ছিলনা। ছিল ফসলি জমি ও হালের বলদ। তা দিয়ে সুখেই কেটে যেত তার সংসার। কিন্তু বছর বছর নদী ভাঙনের ফলে সামান্য ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যায়। এখন বসতবাড়ি ও ফসলি সহ তার মোট জমির পরিমাণ ২৫ শতাংশ। এরমধ্যে আবাদি জমি প্রায় ১৫ শতাংশ। এ সামান্য পরিমাণ জমিতে তিনি সারা বছরই আবাদ করতেন। এছাড়া সরকারি প্রণোদনা থেকেও বঞ্চিত ছিলেন তিনি। নদী ভাঙ্গন ও ঋণে জর্জরিত হয়ে প্রায় এক যুগ আগে হালের বলদ বিক্রি করতে বাধ্য হয়েছেন কৃষক মনির উদ্দিন। এরপর বলদের দায়িত্ব পড়েছে প্রতিবন্ধী ছেলে মোখলেছুর রহমানের ঘাড়ে। অভাবের তাড়নায় বাহির থেকে বেশি দাম দিয়ে হালচাষ করার মতো তাদের সামর্থ ছিলনা। তাই বাধ্য হয়ে ছেলে মোখলেছুর রহমান লাঙলের মাথায় ও কাঁেধ দড়ি বেঁধে টানতেন, আর বৃদ্ধ বাবা মনির উদ্দিন হালের মুঠো ধরে থাকতেন। গরুর বদলে নিজেরাই কষ্ট করে সামান্য এ জমিতে চাষাবাদ করতেন। এভাবেই কেটে গেছে প্রায় একযুগ। তাদের এ কষ্টের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রধানমন্ত্রীর নজরে আসে। এছাড়াও দরিদ্র কৃষক মনির উদ্দিনের প্রতি স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আবেগ আপ্লুত কৃষক মনির উদ্দিন বলেন আমার খুব ভাল লাগছে। আজ থেকে প্রায় একযুগের কষ্ট আমার দুর হলো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেন সবসময় সুস্থ থাকেন। আল্লাহ তাকে যেন দীর্ঘজীবী করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমাদের প্লাটফর্ম বঙ্গবন্ধুর আর্দশ সৌনিকদের জন্য ‘টিম পজেটিভ বাংলাদেশ’। এরপক্ষ থেকে অসহায় কৃষক ভাইকে দেশরত্ব শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে একটি উন্নতমানের পাওয়ার টিলার কৃষক ভাইকে প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, হালের বলদ না দিয়ে পাওয়ার টিলার দেয়া হয়েছে। কারণা টা হিসেবে তিনি নিজের জমি চাষাবাদের পাশাপাশি আশপাশের জমি চাষ করে আয় করতে পারবেন। ওই এলাকায় আরো অনেক অসহায় কৃষকরা তার কাছ থেকে সহযোগীতা পাবেন। আমরা সবাই মিলে যার যা অবস্থান থেকে সহযোগীতা করে যাবো। এর ধারাবাহিকরা বজায় থাকবে এবং গতিশীলতা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সিকিউরিটি সার্ভিস লিমিটেড পরিচালক রাকিবুর ইসলাম রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান, এসিআই মটরস লিমিটেড রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মেহেদী হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ সুজন রহমান, রিকোভারি অফিসার এরশাদ হোসেন, সার্ভিস টিমের সার্ভিস ইঞ্জিনিয়ার কংকর চন্দ্র মোদক সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। নাজমুল হক নাহিদ Share this:FacebookX Related posts: সীমান্ত পথে পাচার হয়ে আসা ভারতীয় ট্রাক্টর বাংলাদেশে উদ্ধার বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান বাংলাদেশ ত্রাণ বিতরনে বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পায় বাংলাদেশ খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন জামালপুরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে SHARES Matched Content দেশের খবর বিষয়: টিম পজেটিভনওগাঁয় কৃষক মনিরকে পাওয়ার টিলা দিলোবাংলাদেশ