বাংলাদেশ ত্রাণ বিতরনে বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ অনলাইন ডেস্ক ; বৈশ্বিক এই মহামারীতে অনেক ধনী এবং শক্তিশালী দেশও করোনা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে এবং তারা বিপর্যস্ত। সেই তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখনও ভালো অবস্থানে রয়েছে। আমাদের সংক্রমন এবং মৃত্যুর সংখ্যা অনেক কম। এই সংকট কালেও ত্রাণ বিতরনেও বাংলাদেশ বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বুধবার (১৩) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন সরকারের নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে এর আগে কখন এতবড়ো দূর্যোগ সৃষ্টি হয়নি। তারপরও আমাদের করোনায় সংক্রমন এবং মৃত্যুর সংখ্যা অনেক কম। বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে জুন মাসের মধ্যে বাংলাদেশে করোনা সংক্রমনের হার নীচের দিকে নেমে যাবে। তাই আমরা আশা করছি আগামী ৩০ জুনের মধ্যেই বাংলাদেশে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বাংলাদেশের ত্রাণ নিয়ে চরম দুর্নিতির বিষয়টি সত্য নয়। দেশে প্রায় ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) পর্যন্ত মাত্র ৫৫ জন ব্যক্তি ত্রাণ নিয়ে দুর্নিতির দায়ে অভিযুক্ত হয়েছে। আমি মনে করি ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে ৫৫ জন্য অত্যন্ত নগন্য। যদিও এরকম একটি ঘটনাও কাম্য নয়, এই সংকটকালে যার যা কিছু আছে তা নিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। সেখানে কেউ যদি ক্ষুধার্ত মানুষের খাদ্য নিয়ে নয় ছয় করে তাহলে সেটা অবশ্যই গর্হিত কাজ, অত্যন্ত ঘৃনার কাজ এবং লজ্জাজনক কাজ। আমরা এটা ঘৃনা করি এবং প্রধানমন্ত্রী গত ২৯ মার্চ তার ভিডিও বানীতে সবাইকে সকর্ত করে দিয়ে বলেছেন ত্রাণ নিয়ে যারা নয় ছয় করবে তাদেরকে ছাড় দেয়া হবেনা। আপনারা দেখেছেন অভিযুক্ত ৫৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা হয়েছে। একজন ইউএনও কেও তার কর্মস্থল থেকে সড়িয়ে দিয়ে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, এটা শেখ হাসিনার সরকার। এখানে দুর্নিতি করে পার পাওয়ার কোন সুযোগ নাই। প্রত্যেককে শাস্তির আওতায় আসতে হবে এবং এর কার্যকরিতাও শুরু হয়েছে। আমরা আশা করি আগামী দিনে আর কেউ ত্রাণ নিয়ে দুর্নীতি করার সাহস পাবেনা। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ এবং খাদ্য মজুদ আছে। প্রতিটি ক্ষুধার্ত মানুষ ত্রান পেয়েছে। করেনা সংকট যতদিন চলবে ততোদিন আমরা ক্ষুধার্ত মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ সহায়তা দিতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের আসহায়, হতদরিদ্র, কর্মহীন মানুষদের জানাতে চাই আপনাদের পাশে শেখ হাসিনা আছে। যতদিন প্রয়োজন আপনাদেরকে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়ে যাবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল মাদবর প্রমুখ। Share this:FacebookX Related posts: বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ মানিকগঞ্জের বড়ইচড়া গ্রাম লকডাউন মুক্ত রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু পারিবারিক কলহের জের ধরে ৩ জনকে হত্যা ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয় সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ত্রাণ বিতরনেপ্রশংসিত হয়েছেবাংলাদেশবিশ্বের কাছে