চাঁপাইনবাবগঞ্জে ৫০ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃচাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।২৮ নভেম্বর শনিবার সন্ধা ৬ টায় কোর্ট চত্তরের এ মদক দ্রব্য ধ্বংস করা হয়।

ইয়াবা ৩৪৪৯৫ পিছ,হেরোইন ৮কেজি ৮২৭ গ্রাম,গাঁজা ১৭৫কেজি ৯০৮ গ্রাম,চোলাই মদ ৬৮৩.৩৫ লিটার,বাংলা মদ ৮৮৩ বোতল, বিদেশী মদ ৫ বোতল, ফেন্সিডিল ৮১৬৫ বোতল, কালটার মদ ৩৪০ লিটার, পাতার বিড়ির মসলা ৬২কেজি, মদ তৈরী উপকরণ ১৩৭.৫লিটার ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

জেলা দায়রা জজ কোর্টের আয়োজনে, মাদকদ্রব্য ধ্বংস করার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ কোর্টের কর্মকাতা আবীদ আলী। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুর রকিব, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু কাহার প্রমুখ।