ময়মনসিংহে মাদক বহনকারী গাড়ীসহ গ্রেফতার-১

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া হইতে ময়মনসিংহের দিকে একটি কভার ভ্যানে মাদক বহনকারী গাড়ী সহ ০১ জনকে আটক করেছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, গত ০৭-০৩-২০২০ইং তারিখে ২১.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শিবলী সাদিক, পিএসসি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবু, র‌্যাব-১৪, সিপিএসসি এর নেতৃতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া হতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোলাইমান হোসাইন (২০), পিতা-নূরুল ইসলাম, সাং-নাওগাঁও, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত জব্দকৃত আলামত ০১ (এক) টি হলুদ ও নীল রংয়ের খালী কভার ভ্যান, গাড়ীর রেজিষ্টেশন ০১টি, ফিটনেস সনদ ০১টি, টেক্স টোকেন ০১টি, ইনস্যুরেন্স ০১টি এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ০১টি।

উক্ত গ্রেফতারকৃত আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী (র‌্যাব) এর সদস্যকে সরকারী কর্তব্য কাজে বাধা প্রদান করতঃ স্বেচ্ছাকৃত ভাবে আঘাত প্রদান করে পেনাল কোড এর ১৮৬/৩৩২/৩৫৩ ধারার অপরাধ করিয়াছে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।