ধোবাউড়াকে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া প্রতিনিধি : সোমবার সকাল ১১ টায় ধোবাউড়া থানা পুলিশের আয়োজনে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”,এই শ্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ গোয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধোবাউড়া উপজেলাকে সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ,নারী নির্যাতন যেকোন মূল্যে মুক্ত করার আবারও ঘোষনা দেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজ আলম তুরান,সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম লিটন, আফতাব উদ্দিন সরকার, অমল কুমার নন্দী প্রমুখ।