ধুনটে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনটে এক আওয়ামী লীগ নেতার ছেলেসহ একাধিক মামলার চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ধুনট থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ধুনট পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৩৯), পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুর রহমানের ছেলে রনজু ওরফে বল্টু (৩৪), সুলতানহাটা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে বুলবুল হোসেন (৩৫) ও ধুনট সদরপাড়া এলাকার মংলা স্বর্ণকারের ছেলে আমিনুল ইসলাম আমু (৩৫)। থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই রুহুল আমিন খান, এসআই রিপন মিয়া ও এএসআই আব্দুস সালাম পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদেরকে ধুনট পৌর এলাকা থেকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ নেতার ছেলে সোহেল রানার নামে ৪টি মাদক মামলা, বল্টুর নামে ৫টি, বুলবুলের নামে ২টি এবং আমিনুল ইসলাম আমুর বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে। ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, গ্রেফতাকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এঘটনায় থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। Share this:FacebookX Related posts: যশোরের শার্শায় ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আড়াইহাজারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়নগরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হালুয়াঘাটে মাদক-জঙ্গি-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার চাঁদাবাজির ঘটনায় ৪ সাংবাদিক পরিচয়দানকারী গ্রেফতার বড়লেখার যুবক ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার খুলনায় এএসআই’র শিশু পুত্র জশ হত্যায় মামলা, চাচা গ্রেফতার বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: গ্রেফতারধুনটে ৪ব্যবসায়ীমাদক