বিজয়নগরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৬৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় ফেনসিডিল বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।

গত শুক্রবার রাতে বিজয়নগর উপজেলার রামপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার বক্তারমোড়া গ্রামের মোঃ হানিফ মিয়া-(১৯) একই এলাকার মোঃ রুবেল মিয়া-(২৯) ও মোঃ সাজেদ মিয়া-(১৯)।

শুক্রবার রাতে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি আভিধানিক দল বিজয়নগর উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকসা আটক করে। পরে অটোরিকসায় তল্লাশি চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।