দিনাজপুরে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ দিনাজপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় দক্ষিণ কোতায়ালির তাজপুর নওশন দীঘি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের উপর গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই মাদক কারবারি নিহত হয়। এসময় দুই পুলিশের দুই সদস্য আহত হয়।ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ১০০ পিস ফেনসিডিল এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত দুই মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।