ঈশ্বরগঞ্জে সুজনের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে ঈশ্বরগঞ্জ সুজনের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রবিবার সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার ও সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

উপজেলা সদরের বিভিন্ন রাস্তার মোড়ে জনগণের মাঝে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সুজনের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজু, মো. জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, মাইজবাগ ইউনিয়ন সুজনের সভাপতি আব্দুল মোনায়েম, সুজন সদস্য উবায়দুল্লাহ রুমি, আনোয়ারুল হক, প্রদীপ মিত্র, রাজীব গৌড়, হোসাইন মোহাম্মদ তারেক প্রমুখ।