ঝালকাঠিতে একতলা ভবনের ছাঁদ থেকে এক নারীর লাশ উদ্ধার করছে পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ ইমাম বিমানঃঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়স্ত পুলিশ ফাঁড়ির সামনের একটি একতলা ভবনের ছাদ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সকাল ১১টার দিকে জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে কিছুক্ষণ পরে পথচারীরা গিয়ে এক নারীকে ছাদের ওপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঐ নারীর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পরে মৃতদেহটি পাশের ছয়তলা ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয় ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, একতলা ভবনের পাশেই বেলায়েত মুন্সির ছয়তলা ভবনের ছাদ থেকে ওই নারীর একটি বোরখা ও পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের মধ্যে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখান থেকে তাঁর পরিচয় পাওয়া যায়। মৃত নারীর নাম শাহনাজ আখতার(৪৪)। সে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান ওসি। Share this:FacebookX Related posts: খুলনায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে দায়ীত্ব পালন করছে পুলিশ খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা,আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ পুলিশ হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার আত্রাইয়ে আরিফ হত্যা মামলায় ৫জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করোনায় একদিনে আক্রান্ত আরও ১৮৬ জন পুলিশ গৌরীপুরে লকডাউন সিথিল হলেও পুলিশ কঠোর অবস্থানে ভালুকায় মিল শ্রমিকের লাশ উদ্ধার কমলনগরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার ঝিনাইদহে বিএনপির মানববন্ধনের ব্যানার কেড়ে নিল পুলিশ বৃদ্ধ বাবাকে গভীর রাতে সড়কে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ SHARES Matched Content দেশের খবর বিষয়: করছে:ঝালকাঠিতে একতলা ভবনের ছাঁদ থেকে এক নারীরপুলিশলাশ উদ্ধার