চিকিৎসা বঞ্চিত বৃদ্ধ’কে ঔষধ ক্রয় করে দিলেন “ওসি মনিরুজ্জামান

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:জলিল হোসেন নামে এক বৃদ্ধ চাচা বয়স ৭০/৭২ হবে লোক মারফত জানতে পারেন দিনাজপুরের বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সাহেবের অফিসে গেলে যেকোন শ্রেণী পেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনে এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান করার চেষ্টা করেন।

হতদরিদ্র বৃদ্ধ জলিল চাচা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে টাকার অভাবে ঔষধ কিনতে না পারায় দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ওসি’র মহানুভবতার কথা এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ছুটে চলে আসেন থানায় ওসি’র অফিস কক্ষে।

জানান টাকার অভাবে ঔষধ কিনতে পারছেন না। তাৎক্ষণিকভাবে ওসি প্রয়োজনীয় সকল ঔষধ ও ফলমূল ক্রয় করার নগদ অর্থ তাকে উপহার হিসেবে প্রদান করেন। একের পর এক ভালো কাজের দরুন ওসি মনিরুজ্জামান বিরামপুরবাসীর মনে স্থান করে নিয়েছেন।

এদিকে বৃদ্ধ চাচা এতদিন লোকমুখে ওসি সাহেবের মহানুভবতার কথা শুনেছিলেন, এবার নিজ চোখে দেখে খুশিতে দুই হাত তুলে প্রাণভরে দোয়া করে, হাসিমুখে চলে গেলেন।

এসময় ওসি মনিরুজ্জামান সমাজের বিত্তশালী লোকদের যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্র, দুস্থ, গরীব ও অসহায়দের সাহায্যার্থে দানের হাত সম্প্রসারণের আহবান জানান।