গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (আড়াই মাস)। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, পানিশাইল এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোশারফ। প্রতিদিনের মতো সোমবার রাতেও তারা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাদের ঘরের দরজা খুলতে দেরি হাওয়ায় পাশের বাসার লোকজন ডাকাডাকি করেন। এ সময় তাদের কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে ঘরের ভেতর থেকে বিষের গন্ধ পাওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো মোশারফের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আকবর আলী জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, কোন কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক সোনারগাঁওয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার পাবনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার মাদারীপুরে পাঁটক্ষেত থেকে গৃহবধূর পা-বাঁধা লাশ উদ্ধার অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ গাজীপুরে ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে ১১টি অবৈধ ইটভাটায় অভিযান, ৬৬ লাখ টাকা জরিমানা গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: একই পরিবারেরগাজীপুরেঘর থেকেতিনজনেরলাশ উদ্ধার