গফরগাঁও জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্বে আব্দুর রাজ্জাক (৬৮) নামে এক বৃদ্ধে মৃত্যুবরণ করে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রবিবার (১০ মে) উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামের জয়নাল (৩০) ও মাসুদ (৩৫) বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে চায়। এসময় তার চাচা আব্দুর রাজ্জাক নির্মাণ কাজে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

নিহতের পরিবারের দাবি করে দ্বন্দ্বের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় ও ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলম জানান, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মান নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব হয়। হাতাহাতির এক পর্যায়ে নিহত রাজ্জাক অসুস্থ হয়ে পড়ে। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছেন। নিহতের স্ত্রী আসমা খাতুন থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।