ছাউনি নেই এতিমখানার ঘরে: টিন নিয়ে হাজির চেয়ারম্যান পদপ্রার্থী মালেক মন্ডল

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:মুহসিনুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের থাকার জন্য ঘর নির্মাণ করার প্রয়োজন। মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন ব্যাক্তির সহযোগিতায় ঘর নির্মাণ করতে পেরেছিল। কিন্তু ঘরের উপর ছাউনি না থাকায় ছাত্ররা সেই ঘরে উঠতে পারছিল না। কর্তৃপক্ষ দিশেহারা কি করবে ভেবে পাচ্ছিলনা। ঠিক এমন সময় ভ্যানযোগে টিন নিয়ে হাজির হলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মন্ডল।

মুহসিনুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে অবস্থিত।টিন প্রদাণ প্রসঙ্গে জানতে চাইলে মালেক মন্ডল বলেন, মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের থাকার জন্য ঘর নির্মাণ করা হয়েছে কিন্তু ছাউনি দিতে না পারায় ছাত্ররা নতুন ঘরে উঠতে পারছিল না স্থানীয়দের মুখে এমন কথা জানতে পেরে মঙ্গলবার দুপুরে টিন নিয়ে উপস্থিত হই এতিমখানায়।

তিনি আরো বলেন, আমার পক্ষ থেকে সাধ্যঅনুযায়ী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। যা কোন স্বার্থের জন্য নয়। আগামীতেও তাদের পাশে আমি থাকবো। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া, আর্শিবাদ ও সমর্থন কামনা করেন।

এবিষয়ে স্থানীয়দের নিকট জানতে চাইলে তারা বলেন, এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে ব্যাক্তিগত উদ্যোগে মালেক মন্ডল নগদ অর্থ ও অনান্য উপকরণ দিয়ে থাকেন, রাস্তাঘাটের উন্নয়নসহ তরুণদের সঙ্গে নিয়ে মাদক নির্মুলে খেলাধুলার ব্যবস্থাও অব্যহত রেখেছেন এবং এলাকার মানোউন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছেন এতে করে ইউনিয়নবাসীর মন ছুঁয়েছে মালেক মন্ডলের ভালোবাস। তাই এবার দিওড় ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে মালেক মন্ডলকে নির্বাচিত করবো আমরা।