মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

মেহেদী হাসান মুবিন প্রতিনিধি মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক প্রভাষক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে জরুরী সভায় আহবায়ক কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি প্রভাষক মোঃ মনিরুজ্জামান হাওলাদার-কে সভাপতি ও দৈনিক মাতৃজগতের ষ্টাফ রিপোর্টার মোঃ মনিরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ হোসাইন (সোহাগ জোমাদ্দার)-কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।


কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ (আজকালের খবর), সহ-সভাপতি মোঃ আঃ মালেক সিকদার (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম হাওলাদার (ভোরের ডাক), অর্থ-বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ হাসান (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক মোঃ রনি খাঁন (ঢাকা প্রতিদিন), আইন-বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আবুল কালাম আজাদ (আজকের বিজনেস বাংলাদেশ), সদস্য মোঃ সুমন কাজী (মুক্ত খবর), সদস্য মোঃ গোলাম সরোয়ার মঞ্জু (বাংলা বায়ান্ন টিভি), সদস্য মোঃ মাহমুদ হাসান রুবেল (সমাচার দর্পণ), সদস্য আসলাম হাওলাদার (সরেজমিন)।
মেহেদী হাসান মুবিন