গৌরীপুরে টিকিট কালোবাজারী রোধে স্টেশনে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারী ও অনিয়ম রোধে রোববার (১৫নভেম্বর) গৌরীপুর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেসবুক ভিত্তিক সংগঠন ‘গৌরীপুরের লোক হইয়া আমি যা যা দেখছি বা হুনছি’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এইচ টি তোফাজ্জল, সংগঠনের অ্যাডমিন প্যানেলের সদস্য মোঃ আল-আমিন, সোহাগ আহমেদ, মোঃ আকাশ মিয়া ও তানজিদ হাসান সৌরভ প্রমুখ। মানববন্ধনে অভিযোগ করে বক্তরা বলেন, গৌরীপুর রেলওয়ে জংশনের টিকিট কাউন্টারে গেলে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায় না। কিন্ত অতিরিক্ত টাকা দিলে কালোবাজারী ও স্টেশনের বিভিন্ন দোকানপাটে টিকিট পাওয়া যায়। রেলওয়ের একটি চক্র কাউন্টার ও অনলাইন থেকে অগ্রিম টিকিট কেটে কালোবাজারে ছেড়ে দেয়। আমরা টিকিট বিক্রির অনিয়মের প্রতিকার চাই। পাশাপাশি যেসব লোক এই অনিয়মে জড়িত তাদের শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রিতে কোন অনিয়ম হয় না। এখন ৫০% টিকিট অনলাইননে পাওয়া যায়। এক্ষেত্রে অনলাইন থেকে টিকিট কেটে কেউ যদি কালোবাজারে বিক্রি করে সেখানে আমাদের কি করার আছে। Share this:FacebookX Related posts: চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন জামালপুরে করোনা টেস্ট ফি বাতিলসহ বেকার ভাতার দাবিতে মানববন্ধন তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন ফুলবাড়ীতে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বান্দরবানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও র্যালি পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাগপার মানববন্ধন মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন শিক্ষার্থী নয়নকে নৃশংশভাবে হত্যার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরে টিকিট কালোবাজারী রোধেমানববন্ধনস্টেশনে