মেহেরপুরে সরকারি কর্মচারীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

অনলাইন ডেস্কঃ মেহেরপুর শহরে ফারুক হোসেন নামের এক সরকারি কর্মচারীকে কুপিয়ে খুন করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শহরের তাঁতীপাড়ায় বাড়ি ফেরার পথে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।

তিনি সমাজসেবা অধিদপ্তরের পৌর সমাজকর্মী হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড তাঁতীপাড়ায়। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে মেহেরপুর পুলিশ সুপার মুরাদ আলী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে।

হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তবে হত্যার কারণ পুলিশ এখনও জানতে পারেনি।

নিহত ফরুকের বাবা শওকত আলী জানান, শুক্রবার মধ্যরাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা।

এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে তারা বাড়ির অদূরে ফারুককে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।