টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।

শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তি‌নি।

পরে তি‌নি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখেন ও স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টু‌ঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ সড়ক বিভা‌গের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম, সমীর কুমার বণিক, বাংলা‌দেশ গণপূর্ত ঠিকাদার সম‌ি‌তির সাধারণ সম্পাদক মো. বাবুল আকতার বাবলাসহ উপ সহকারী প্রকৌশলীগণ এবং গোপালগঞ্জ সড়ক জোনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।