চট্টগ্রামের ১১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ নিউজ ডেস্ক :চট্টগ্রামের ছয়টি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেয়াদ শেষ হওয়ায় চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি সাতটি ইউনিয়নে বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ২৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১১৮ জন সাধারণ সদস্য এবং ৩৭ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে চারটি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর, আধুনগর ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন। ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে, জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য এবং হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আকবর হোসেন, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন এবং নানুপুর ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদ্দুল্লাহ কায়সার, লোহাগাড়া সদর ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদা এবং আধুনগর ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। Share this:FacebookX Related posts: চট্টগ্রামের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন মঙ্গলবার চট্টগ্রামের ৬ বাড়ি লকডাউন নাসিম-সাহারার আসনে ইভিএমে ভোটগ্রহণ চলছে দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় চলছে ভোটগ্রহণ চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ১১ইউনিয়নচট্টগ্রামেরচলছেপরিষদেভোটগ্রহণ