নাসিম-সাহারার আসনে ইভিএমে ভোটগ্রহণ চলছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার (১২ নভেম্বর)সকাল ৮টা থেকে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। উভয় আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের আট প্রার্থী এ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)। আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। ঢাকা-১৮ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির (জাপা) মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার। অন্যদিকে, সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে সিরাজগঞ্জ-১ আসন এবং গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের এমপি সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসন শূন্য হয়ে যায়। Share this:FacebookX Related posts: দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় চলছে ভোটগ্রহণ ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে নাসিমের শারীরিক অবস্থার অবনতি, চলছে অস্ত্রোপচার দেশে সূর্যগ্রহণ চলছে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌযানের ধর্মঘট চট্টগ্রামের ১১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে পুলিশকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে : আইজিপি সারাদেশে বিচ্ছিন্ন ঘটনায় শেষ হলো দ্বিতীয় ধাপের পৌরসভার ভোটগ্রহণ সংঘর্ষ কেন্দ্র দখল-বর্জনে শেষ হলো ৬২ পৌরসভার ভোটগ্রহণ সংঘর্ষ কেন্দ্র দখল-বর্জনে শেষ হলো ৬২ পৌরসভার ভোটগ্রহণ করোনাভাইরাস: আরও সাড়ে ৯ হাজার টন চাল, সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ SHARES Matched Content জাতীয় বিষয়: ইভিএমেচলছেনাসিম-সাহারার আসনেভোটগ্রহণ