চট্টগ্রামের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন মঙ্গলবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০ নিউজ ডেস্ক :চট্টগ্রামের ছয় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ অক্টোবর)। নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আঞ্চলিক নির্বাচন অফিস। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেয়াদ শেষ হওয়ায় চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি সাতটি ইউনিয়নে বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১১৮ জন সাধারণ সদস্য এবং ৩৭ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১১ ইউনিয়নের ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শেষ হয়েছে। আজ সোমবার উপজেলা থেকে নির্বাচনী এলাকায় সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। যে চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর, আধুনগর ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন। ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে, জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য এবং হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য এবং ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৫ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য পদের চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। উল্লেখ্য, এ নির্বাচনে গত ২৩ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই করা হয় এবং ৩ অক্টোবর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। Share this:FacebookX Related posts: চট্টগ্রামের ১১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে নির্বাচনই সরকার বিদায়ের একমাত্র পথ : তথ্যমন্ত্রী দুই সিটি করপোরেশন নির্বাচনের সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে মঙ্গলবার গ্যাস থাকবে না রাজধানীর কয়েকটা এলাকায় ঈদ কবে জানা যাবে মঙ্গলবার দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ, শেষকৃত্য মঙ্গলবার দেশের ১১ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে শুরু : সিইসি মঙ্গলবার এইচএসসির ফল নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী প্রথম দিনেই কোয়ারেন্টাইনে যুক্তরাজ্যফেরত ১১ যাত্রী মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায় তৃতীয় ধাপে নির্বাচন : ৬৩ পৌরসভায় SHARES Matched Content জাতীয় বিষয়: ১১ইউনিয়নচট্টগ্রামেরনির্বাচনপরিষদেমঙ্গলবার