পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করা হয়েছে।
বুধবার রাতে ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

অভিযুক্ত আসামি রাজারবাগ পুলিশ লাইন্স-এ কর্মরত রয়েছেন। ভুক্তভোগী নারী একটি বিউটি পার্লারে কাজ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, গত দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে কনস্টেবল নয়নের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে ওসি বলেন- ওই নারী একটি বিউটি পার্লারে কাজ করেন। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে নয়ন তাকে ধর্ষণ করেছে। পরবর্তীতে মসজিদে হুজুর ডেকে তারা বিয়েও করেন। তবে তাদের কোন কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

নয়ন বর্তমানে রাজারবাগে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।