চোর সন্দেহে গাছে বেঁধে যুবককে নির্যাতন, অভিযুক্ত হ্যাপি গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

নিউজ ডেস্ক :সিরাজগঞ্জের কামারখন্দে চোর সন্দেহে শফিক (৩০) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা সেই ফরহাদুল হক হ্যাপিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জামতৈল ইউনিয়নের রুহুল আমিন মাস্টারের ছেলে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার ছাগল চোর সন্দেহে ওই যুবককে গাছে বেঁধে নির্যাতন করেন হ্যাপি। এটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি কামারখন্দ পুলিশের নজরে আসে। পরে কামারখন্দ থানা পুলিশের এসআই আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন। ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।