গাছে বেঁধে গৃহবধূকে প্রকাশ্যে পেটালেন ইউপি সদস্য দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে এক গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ওই ইউপি সদস্যকে আটকের চেষ্টা করছে। জানা গেছে, গত রোববার রাতে উপজেলার চরদুঃখিয়া গ্রামের তপাদার বাড়ির দুবাই প্রবাসী মিজান রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী মরিয়ম বেগম (৩২) তার ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিবেশী দুই যুবকের সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি দেখতে পেয়েই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য মরিয়ম বেগমকে ঘরের সামনের রাস্তায়ই পেটানো শুরু করেন। ওই ইউপি সদস্যের ফোন পেয়ে তার সাঙ্গপাঙ্গরাও গিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় মরিয়ম বেগমকে রাস্তায় ফেলে চলে যায় তারা। পিটিয়ে আহত করার ঘটনাটি মরিয়ম বেগমের বোন মুঠোফোনে থানা পুলিশকে জানালে ওই রাতেই পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মরিয়মের বোন শেফালী বেগম ইউপি সদস্যকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করে। ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই জানান, বিষয়টি ন্যক্কারজনক। আমি ঘটনা শুনেই সেখানে গিয়েছি। অন্যদিকে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মো. শরীফ জানান, ওই মহিলার স্বভাব ভালো নয়। এছাড়া সে তার নিকটাত্মীয়। তাই শাসন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ফরিদগঞ্জ থানার এস আই কাজী জাকারিয়া বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। আমরা খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এছাড়া পরে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্যকে আটকের চেষ্টা করছি।’ Share this:FacebookX Related posts: চোর সন্দেহে গাছে বেঁধে যুবককে নির্যাতন, অভিযুক্ত হ্যাপি গ্রেফতার সুদের টাকা না দেওয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন ঝালকাঠির শীতলপাটি সমবায় সমিতির সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে র্র্যাবের হাতে গ্রেপ্তার ৭ মাদকের সাথে সখ্যতাকারি কোন সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না : ডিআইজি স্কুলছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার টাঙ্গাইলের বাসাইলে ইউপি সদস্যসহ ৫ জনকে কুপিয়ে আহত ধর্ষণ করে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার, আটক পুলিশ সদস্য! হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ মুখে গামছা বেঁধে ভাতিজিকে ধর্ষণ পরকীয়ায় বাধা দেয়ায় শিক্ষিকা স্ত্রীকে রড দিয়ে পেটালেন স্বামী ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণাকারীচক্রের ০৭ জন সক্রিয় সদস্য আটক SHARES Matched Content সারা বাংলা বিষয়: ইউপিগাছেপেটালেনপ্রকাশ্যেবেঁধেসদস্যহবধূকে